আযমখান সরকারি কমার্স কলেজের বিপরীতে নগরীর বাবুখান রোডের ‘আসাদ স্টোর’র মালিক মোঃ আনিসুর রহমান গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র সন্তান ও ভাই-বোনসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা এলপি গ্যাস ওনার্স এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ছিলেন। তবে নামাজে জানাজার সময় ও কোথায় দাফন করা হবে তা রির্পোট লেখা পর্যন্ত জানা যায়নি।
পারিবারিক একাধিক সূত্রে জানা গেছে, গত ১০/১২দিন তিনি জ্বর-শ্বাসকষ্টে কমার্স কলেজের বিপরীতে নিজস্ব বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। পরে একাধিক হাসপাতালেও চিকিৎসা নেন তিনি। গত দু’দিন অবস্থার আরও অবনতি হয়। গতকাল দুপুরে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকায় নেবার পথে এ্যাম্বুলেন্সে তিনি ইন্তেকাল করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মরহুমের মরদেহে খুলনায় আনা হচ্ছিল।
এদিকে, খুলনা এলপি গ্যাস ওনার্স এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমানের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসপ্তন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোঃ শাহের আহমেদ লিটুসহ নেতৃবৃন্দ।