জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত হওয়ায় চৌধুরি রায়হান ফরিদকে আ’লীগ ও ছাত্রলীগের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২০

জেলা পরিষদ সদস্য চৌধুরী রায়হান ফরিদ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন মহানগর আ’লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আ’লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং জেলার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

এদিকে, চৌধুরী রায়হান ফরিদ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আজ সোমবার বিকালে দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রলীগের উদ্যোগে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময়ে উপস্থিত ছিলেন নগর আ’লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আ’লীগ নেতা এ্যাড. আইয়ুব আলী শেখ, শ্যামল সিংহ রায়, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, রনজিত কুমার ঘোষ, অসিত বরণ বিশ্বাস, শফিকুর রহমান পলাশ, চৌধুরী রায়হান ফরিদ, এসএম আসাদুজ্জামান রাসেল, অভিজিৎ চক্রবর্তী দেবু, রনবীর বাড়ৈই সজল, জহির আব্বাস, মাহমুদুল ইসলাম সুজন, দিদারুল, বায়জিদ সিনহা, শেখ সাকিব, রুম্মান আহমেদ, শাহরিয়ান নেওয়াজ রাব্বি, চিন্ময় মিত্র, ওমর কামাল, সাইফুল ইসলাম সাব্বির, আলামিন ও সাইমুন নিয়াত প্রমুখ।

সংশ্লিষ্ঠ আরও খবর