জুসে বিষ মিশিয়ে ছেলেকে হত্যা, গ্রেপ্তার মা

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

সাতক্ষীরার শ্যামনগরে মায়ের দেওয়া বিষ মেশানো জুস খেয়ে রহিত দত্ত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সদরের নকিপুর (হরিতলা) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু রহিত দত্ত নকিপুর হরিতলা গ্রামের মৃত গোপাল দত্ত ও সুস্মিতা দত্তের একমাত্র ছেলে। সে পার্শ্ববর্তী নকিপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

রহিতের কাকা উজ্জল দত্ত জানান, দুপুর ২টার দিকে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে আসার পর রহিতের মা তাকে জুস খেতে দেয়। জুস খাওয়ার পর সে বমি করতে শুরু করে। প্রতিবেশীরা তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র শিশুপুত্রকে নিয়ে রহিতের মা পৃথক একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। রহিতের মায়ের জুসের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে মৃত রহিত দত্তের মা সুস্মিতা দত্তকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মা স্বীকার করেছেন তিনি নিজে হাতে জুসে বিষ মিশিয়ে তার ছেলেকে খেতে দিয়েছিলেন। সেই জুস খেয়েই মারা গেছে রহিত। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই নারী আরও স্বীকারোক্তি দিয়েছেন যে, পরকীয়া প্রেমে আসক্ত হয়ে তিনি নিজের সন্তানকে হত্যা করেছেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের কাকা উজ্জ্বল বাদী হয়ে সুস্মিতা দত্তের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ঠ আরও খবর