জাতীয় : মানুষই আমার প্রাণশক্তি। যখন ক্ষমতায় ছিলাম না তখন মানুষই আমার পাশে ছিলেন। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আমাকে শেষ করতে আর গুলি বোমা লাগবে না। আমরা জনগণের জন্যই রাজনীতি করি। নিরাপত্তার জন্য যাতে জনবিচ্ছিন্ন না হয়ে যেতে হয় সে বিষয়ে খেয়াল রাখতে এসএসএফ’কে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ-এর ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় উন্নয়ন দৃশ্যমান ও টেকসই হয়েছে। সশস্ত্র বাহিনীর জন্য ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করে বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
শেখ হাসিনা আরও বলেন, ১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিল তারা দেশকে এগিয়ে নিতে পারেনি, বরং ক্যু হয়েছে। বিমান বাহিনীর হাজার হাজার সদস্যকে হত্যা করা হয়েছিলো। দেশ যে তিমিরে সেই তিমিরেই রয়ে গিয়েছিলো।
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে। এত বড় গুরুদায়িত্ব নিতে হবে সেই প্রস্তুতি কখনোই ছিলো না। আমরা কাউকে আক্রমণ করতে যাবো না। তবে আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। যেদিন থেকে দেশে ফিরেছি ভেবেই নিয়েছি যেকোনো সময় জীবন চলে যেতে পারে। জীবনের ঝুঁকি জেনেই দেশে ফিরেছি। দেশেফেরার পর থেকে শত বাধা পেয়েও পিছিয়ে যাইনি। সব সময় দেশের স্বার্থে কাজ করেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সুত্র : Jamuna TV Online