বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক শেখ মোঃ রাসেল।
রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর বিভিন্ন স্থানে ঘুরে-ঘুরে অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
এ সময় শেখ মোঃ রাসেল বলেন, আমরা বঙ্গবন্ধুর হাতে গড়া এই ছাত্র সংগঠনের কার্যক্রমকে তারই আদর্শে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই গরীব মেহনতী মানুষের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এই সংগঠনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছি।
এ সময় তিনি আরও বলেন, বিগত সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অক্সিজেন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, মাস্ক বিতরন, বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, লাশ দাফন, মেডিকেল টিমসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রনেতা জুলকার নাইম, হিমেল রাব্বি সোহান, নির্ঝর সজীব, মিঠুন মন্ডল, রিয়াজুল ইসলাম, হিমেল রাব্বি শিপান প্রমুখ।