বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল ও সাতক্ষীরা জেলার অধীন উপজেলা পৌর ও কলেজসহ সকল শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই পত্রে, বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার চলমান আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃংখল ও সুসংগঠিতভাবে গড়ে তোলার অভিপ্রায়য়ে নড়াইল ও সাতক্ষীরা জেলার অধীন উপজেলা পৌর ও কলেজসহ সকল শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩০ দিনের (২৩ এপ্রিল) মধ্যে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে।