শিরোনাম
নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত : বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না, প্রশ্ন ওবায়দুল কাদেরের মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৪ সারা দেশে ১৫৯ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ৪২৮ টহল দল মোতায়েন পাবনায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল বাংলাদেশের চেয়ে ২৩২ রানে পিছিয়ে বিরতিতে নিউজিল্যান্ড কয়রায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের ওপর হামলা, পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ নড়াইল ১ আসন : আ.লীগ প্রার্থীর স্ত্রী নিলেন স্বতন্ত্র মনোনয়ন নগর আ’লীগের বর্ধিক সভায় দুই নেতার কৃতজ্ঞতা প্রকাশ প্রধানমন্ত্রীর প্রতি দিনের শুরুতে বাংলাদেশের জোড়া সাফল্য

চীনে করোনার প্রকোপ, পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান ডব্লিউএইচও’র

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

চীনের রাজধানী বেইজিংয়ে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ঘটনায় সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশটিতে ভাইরাসটির নতুন প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে বিজ্ঞানীদের এ বিষয়ে তদন্ত বা পরীক্ষা-নিরীক্ষা করা উচিত বলে মনে করে সংস্থাটি।

গতকাল সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা নিজেদের এমন অবস্থানের কথা জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকনোমিক টাইমস।

ডব্লিউএইচও মনে করে, কীভাবে এই সংক্রমণের সূত্রপাত ঘটছে এবং কীভাবে এটি আরও ছড়িয়ে পড়েছে তা বিশ্লেষণ করা প্রয়োজন।

ডব্লিউএইচও-র ইমার্জেন্সি প্রোগ্রামের নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান বলেন, কীভাবে এই পরিস্থিতি তৈরি হচ্ছে তার উত্তর একটি পূর্ণাঙ্গ ও নিয়মতান্ত্রিক তদন্তের মধ্যেই নিহিত রয়েছে।

তিনি আরও বলেন, চীন দ্রুত এবং ব্যাপক পদক্ষেপ নেওয়ায় নতুন সংক্রমণ সীমিত রাখা গেছে। তারপরও বেইজিং একটি বিশাল, বহুমাত্রিক এবং সংযুক্ত শহর, সে কারণে উদ্বেগ থেকেই যায়।’ তবে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, ‘যেসব দেশ ইতিমধ্যেই সংক্রমণ কমিয়ে আনতে সক্ষম হয়েছে সেসব দেশের সরকারগুলোকেও সম্ভাব্য সংক্রমণ পুনরুত্থানের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

গত সপ্তাহে চীনে নতুন সংক্রমণ শুরুর বিষয়ে তিনি বলেন, ‘এর উৎপত্তি এবং বিস্তার এখনো খতিয়ে দেখা হচ্ছে।’

পরিসংখ্যানভিত্তিক সংবাদমাধ্যম ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ১৮ হাজার ৬১৭ জন। মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ১৯৮ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪২ লাখ ১৬ হাজার ৩১৯ জন।

সংশ্লিষ্ঠ আরও খবর