চীনে এলএনজিবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৯

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০

চীনের ঝেজিয়াং প্রদেশে এলএনজিবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে ১৯ নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭২ জন। এদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর এএফপি ও সিনহুয়ার।

এলএনজিবাহী ট্যাংকারটি শনিবার একটি ওয়ার্কশপের কাছে বিস্ফোরিত হলে সেখানেও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কারখানাটি উড়ে যায়।

শুধু ওয়ার্কশপটি নয়, আশপাশের বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। ওই বিস্ফোরণে একাধিক গাড়িতেও আগুন ধরে যায়।

তবে কীভাবে এলএনজিবাহী ট্যাংকারটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

সংশ্লিষ্ঠ আরও খবর