আজ || শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


চিনি উৎপাদন কমেছে

চিনি রপ্তানি আগে থেকেই নিষিদ্ধ করে রেখেছে ভারত। এবার প্রতিবেশী দেশটিতে ভোগ্যপণ্যটির উৎপাদনও ব্যাপক কমেছে। ফলে খাদ্যপণ্যটি রপ্তানিতে আরও কড়াকড়ি করতে পারে তারা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ভারতে ২০২২-২৩ অর্থবছর শুরু হয়েছে গত ১ অক্টোবর। সেই থেকে এখন পর্যন্ত দেশটির কারখানায় মোট চিনি উৎপাদন হয়েছে ৩০ মিলিয়ন টন। গত মৌসুমের একই সময়ের চেয়ে যা ৩ দশমিক ৩ শতাংশ কম।

বুধবার (৫ এপ্রিল) ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন (ইএসএমএ) এসব তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, ভারতে চলতি অর্থবছরে ৫৩২টি মিল চিনি উৎপাদন শুরু করেছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতে এর মধ্যে ৩৩৮টি কারখানা বন্ধ হয়ে গেছে।

ফলে ভারতে চিনি তৈরি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়া দেশটির আখ প্রধান প্রধান অঞ্চলে উৎপাদন কমেছে। এ প্রেক্ষাপটে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতীয় সরকার।

বিশ্বের অন্যতম শীর্ষ চিনি সরবরাহকারী ভারত। দেশটিতে উল্লেখযোগ্য হারে উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হয়েছে। ফলে নিত্যপণ্যটির সংকট দেখা দিয়েছে। এতে দামও বেড়ে গেছে বহু।

ভারতীয় চিনি আমদানিকারী অন্যতম দেশ বাংলাদেশ। ইতোমধ্যে এখানে চিনির অভাব দেখা দিয়েছে। পড়শী দেশে উৎপাদন কমায় সেই সংকট আরও বড় হতে পারে।


Top