আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, বহু হতাহতের শঙ্কা

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রামের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে স্টারলাইন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাসটি ফেনির দিকে যাচ্ছিলো। হঠাৎ কোনো কারণে ব্রেক চাপেন চালক। রাস্তা পিচ্ছিল থাকার ফলে এ সময় গাড়িটি উল্টে যায়। অনেকে আবার বলছেন, গাড়িটির গতি বেশি ছিল, যার কারণে ব্রেক ধরতে পারেননি চালক। স্থানীয়দের মধ্যে কয়েকজন বিকট শব্দে চাকা ফাটার আওয়াজ পেয়েছেন বলেও জানা গেছে। তবে, ঠিক কী কারণে গাড়িটি এভাবে সড়কে উল্টে গেলো সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও) জানান, সকাল ৯টা ৫মিনিটে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মহাসড়কে উল্টে যাওয়া খবর পাই। খবর পাওয়া মাত্রই উদ্ধারে যায় ফায়ার সার্ভিসের রেসকিউ টিম। তারা কাজ চালিয়ে যাচ্ছে। একজন ঘটনাস্থলেই মারা গেছে। আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটির চালক পলাতক রয়েছেন।


Top