জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীন আবারও সাতক্ষীরা সদর উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
উল্লেখ্য, তিনি ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালে তিনি ভোলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে চাকুরীজীবন শুরু করেন। ২০১০ সালের ৪ মার্চ তিনি সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি সকল প্রশিক্ষণের মাস্টারট্রেইনার, প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্বপালন করেন। মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশের সাতক্ষীরা জেলা নেটওয়ার্ক শিক্ষক হিসেবে তিনি কাজ করেন। এছাড়া সারা দেশে বই পড়া কর্মসূচীর একজন প্রতিনিধি শিক্ষক। সাতক্ষীরা জেলার তালার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মানুষ তিনি।