• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

খেশরায় বিকিরণের উদ্যোগে করোনা প্রতিরোধে লিফলেট বিতারণ

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২০, ১৮:২৭ অপরাহ্ণ
খেশরায় বিকিরণের উদ্যোগে করোনা প্রতিরোধে লিফলেট বিতারণ

সাতক্ষীরার তালার দক্ষিণ শাহাজাতপুরে বিকিরণের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপি এ লিফলেট বিতারণকালে উপস্থিত ছিলেন বিকিরণের সেক্রেটারি শেখ তানভীর ইসলাম(তমাল),বিকিরণের সদস্য শেখ তাহামিম বিপুল,মোঃ ফয়সাল আহমেদ,বাবু আশুতোষ দাশ,মোঃ সাদ্দাম হোসেন, সহ এলাকার যুব সমাজ।

এ সময় তারা বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন, ঘনঘন দুই হাত সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড পরিস্কার করুন, হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন, যেখানে সেখানে থুথু ফেলবেন না, রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিন এবং জনবহুল স্থানে এবং গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন, যথাসম্ভব জনসমাগম পরিহার করুনসহ এ সময় বেশকিছু জনগুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তৈরি করা লিফলেট বিতারণ করা হয়।