খুলনা-৩ আসনে সংসদ সদস্য এস এম কামাল হোসেন-এর পক্ষ থেকে গরীব অসহায়দের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ২৫ মে শনিবার বেলা ১২ টায় খালিশপুর হা/এ সেন্ট্রাল ওয়েস্ট ব্লক এ/১৮/১ এর সংসদ সদস্য এস এম কামাল হোসেন’র বাস ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঐচ্ছিক বরাদ্দ থেকে খুলনা-৩ আসনে বসবাসরত অসুস্থ ও অস্বচ্ছল ৪২ জনের হাতে অনুদানের চেক তুলে দেন সংসদ সদস্য এস এম কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য শেখ মোশাররফ হোসেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, খালিশপুর থানা আওয়া লীগের সাধারণট সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বাশার, কেসিসি’র ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম প্রিন্স সহ খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিনিধি এবং খুলনা-৩ আসনের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।