খুলনা সোসাইটির বৃক্ষরোপন

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছে সামাজিক সংগঠন খুলনা সোসাইটি। আজ সোমবার বিকেলে নগরীর বয়রাস্থ সাহিত্য সংসদ এলাকায় বৃক্ষরোপনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।

খুলনা সোসাইটির বৃক্ষরোপন কমিটির চেয়ারম্যান এসএম বদরুল আলম রয়েল’র সভাপতিত্বে ও কো-চেয়ারম্যান আব্দুল জলিল সাগরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান শিকদার রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী জিএম শহিদুল ইসলাম ও মোঃ ওয়াহিদ জামান।

এসময় উপস্থিত ছিলেন খুলনা সোসাইটির উপদেষ্টা মুহাম্মদ আবু তৈয়ব, আজিজুল হাসান দুলু, খুলনা চেম্বারের পরিচালক মোঃ মাহাবুব আলম, সংগঠনের চেয়ারম্যান প্রভাষক এসএম সোহেল ইসহাক, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম শিমুল, মহাসচিব ফারহানা চৌধুরী কনিকা, সারিকা জামান রুনা, সাইফুর রহমান সুজন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, কাজী আইনুল মুন, প্রফেসর তাসরিনা বেগম, কাজী রিয়াদ সুমন, মোঃ জয়নাল ফরাজী, মোঃ মাসুদ রানা, সাজিনা ইসলাম, মোঃ তারেক হাসান, ইয়াফেজ ইসতিহাদ দীপ, ডাঃ নজরুল ইসলাম, মোঃ নাজমুল হাসান ও মোঃ আলামিন।

সংশ্লিষ্ঠ আরও খবর