খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শুধুমাত্র খুলনার পজেটিভ আছে ৮৬টি।
খুমেক সূত্রে জানা যায়, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ সর্বমোট ২৮১টি নমুনা সংগ্রহ করা হয়। খুলনার নমুনা সংগ্রহ পরীক্ষা ছিল ১৮৬টি। পজেটিভ রিপোর্ট এসেছে ১২০টি। এরমধ্যে খুলনার পজেটিভ আছে ৮৬টি।
এছাড়া সাতক্ষীরার ২৫টি, যশোরের ৭, পিরোজপুরের ১টি ও গোপালগঞ্জের ১টি পজেটিভ রিপোর্ট এসেছে।