• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ তালার কৃতি সন্তান ডা.আব্দুল আহাদের ইন্তেকাল

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২২, ২৩:১৭ অপরাহ্ণ
খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ তালার কৃতি সন্তান ডা.আব্দুল আহাদের ইন্তেকাল

তালা (সাতক্ষীরা) : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও তালার কৃতি সন্তান ডা. মো: আব্দুল আহাদ মোড়ল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
ডা. মো: আব্দুল আহাদ মোড়ল তালা উপজেলার
তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষনপুর গ্রামের  কৃতি সন্তান।

অধ্যক্ষ আহাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সর্বশেষ তিনি হৃদরোগে আক্রান্ত হন। তার এনজিওগ্রাম করার কথা ছিল, কিন্তু তা করা সম্ভব হয়নি।

২০২০ সালে তিনি খুলনা মেডিকেল কলেজ থেকে অবসরে যান। অবসরে যাওয়ার পর তিনি নিজ বাসভবনে জোহরা মেমোরিয়াল নামে একটি ক্লিনিক পরিচালনা করেন। সেখানে থেকে তিনি রোগীদের চিকিৎসা পরামর্শ দিতেন।

আজ বুধবার সকালেও তিনি রোগী দেখেছেন। দুপুরে বিশ্রাম নেন। বিকেলে আবারও রোগী দেখা শুরু করেন। সন্ধ্যার দিকে বুকে ব্যাথা উঠলে সহকারীকে বিষয়টি জানান। সন্ধ্যা ৭ টার দিকে তাকে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথেই মারা যান তিনি।