খুলনা বিভাগের পুলিশের সেরা সাফল্য অর্জন করেছে যশোরের পুলিশ। এর স্বীকৃতি স্বরূপ খুলনা রেঞ্জের ডিআইজি ড. মহিদ উদ্দিন যশোরের এই সেরা অফিসারদের পুরস্কৃত করেছেন রোববার।
খুলনা রেঞ্জের ডিআইজি অফিসে রোববার এক অনাড়ম্বর অনুষ্ঠানে খুলনা ভিাগের সেরা চার পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন।
খুলনা রেঞ্জের সেরা সার্কেল অফিসার নির্বাচিত এবং পুরস্কৃত হয়েছেন যশোরের ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ, সেরা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, সেরা এসআই হয়েছেন যশোর কোতয়ালী থানার এসআই সাইফুল মালেক, এবং সেরা এএসআই হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন কোতয়ালী থানার এএসআই আল মিরাজ।
খুলনা বিভাগের দশ জেলায় যশোর পুলিশের এই সেরা সাফল্য এবং ডিআইজি ড. মহিদ উদ্দিনের পুরস্কার জেলা পুলিমের কাজে গতি আরো বৃদ্ধি করবে বলে অভিজ্ঞজনের মনে করছেন।
ডিআইজির পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডিআইজি ড. মহিদ উদ্দিন, ছাড়াও অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেনসহ বিভাগের শীর্ষ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।