খুলনা বিএল কলেজের ছাত্রদলের সহ-সভাপতি আসাদুল শেখ আসাদ সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে।
জানাযায়, খুলনা থেকে তালায় আসার পথে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাসষ্টানডে মোটরসাইকেলে দূর্ঘটনায় আহত হয়।
তার সুস্থতা কামনা করেছেন তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সাঈদুর রহমান সাঈদ,সাধারণ সম্পাদক আনিচুরজ্জামান আনিচ,ছাত্রনেতা মেহেদী হাসান,জিএম ফারুখ,আকরামুল,হাফিজুর,হাসান,মুথার পাড়,আলীম,রাসেল,আলামিন,পলাশ,আজাহারুল ইসলাম,পরান প্রমুখ।