খবর বিজ্ঞপ্তি : খুলনার প্রবাসীদের নিয়ে উন্নয়ন ও সামাজিক কাজ পরিচালনার জন্য গঠিত এন আর-বি খুলনা নামের সংগঠন-এর উদ্যোগে মুজগুন্নি পার্কের পাশে ১০ একর ৯ তলা বিশিষ্ট দ্বিতীয় প্রকল্প পার্ক ভিউ এন আর-বি টাওয়ার এর উদ্বোধন করা হয়। ২১ জুন শুক্রবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির নিমার্ন কাজের উদ্বোধন করেন খুলনা প্রেস ক্লাব’র সভাপতি এস এম নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন খুুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক পূবার্ঞ্চল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আলী সনি, জমিজমা ডট কম প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মাদ মঈনুল ইসলাম, জমিজমা ডট কম প্রতিষ্ঠানের কার্য-নির্বাহী পরিচালক মোঃ ইয়াসিন হোসেন (ইমন)।
২০১০ সালে আরব আমীরাতে অবস্থানরত খুলনার প্রবাসীদের নিয়ে উন্নয়ন ও সামাজিক কাজ পরিচালনার জন্য গঠিত হয় এন আর-বি খুলনা নামের সংগঠনটি। এই সংগঠনে বর্তমানে ২০০০ জন প্রবাসী বিভিন্ন দেশ থেকে সংযুক্ত রয়েছেন। দক্ষিনাঞ্চলের একমাত্র প্রপার্টি লিষ্টিং ও ক্রয় বিক্রয় এর ওয়েব প্লাটফর্ম জমিজমা ডট কম ২০১৮ এ তৈরি হওয়া একটি প্রবাসী উদ্যোগ। ২০২২ সালে প্রবাসী ও দেশের বিভিন্ন পেশার মানুষদের নিয়ে জমিজমা ডট কম প্রতিষ্ঠানের ব্যানারে এন আরবি খুুলনা সংগঠন মুজগুন্নিতে ১ম ৯ তলা বিশিষ্ট এন আর-বি টাওয়ার প্রকল্পের কাজ শুরু করে, এই প্রকল্পের কাজ প্রায় ৬০% শেষ হয়েছে। দেশ ও প্রবাসীদের বিপুল আগ্রহ ও উৎসাহতে ১০ একর মুজগুন্নি পার্কের পাশে আরো একটি ৯ তলা বিশিষ্ট দ্বিতীয় প্রকল্প পার্ক ভিউ এন আর-বি টাওয়ার পরিকল্পনা নেওয়া হয়। পরবর্তী গতকাল ২১ জুন শুক্রবার এই প্রকল্পটির নিমার্ন কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রিংকন বিশ্বাস, লিভিং সিস্টেম কনসালটেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর আর্কিটেক্ট এ,কে,এম ফয়জুল আলম রনী, ডক্টরস পয়েন্ট স্পেশালাইজড হাসপাতালের মালিক ডাঃ আসাদুল্লাহিল গালিব, ওমান প্রবাসী প্রকৌশলী কাজী ইকবাল হোসেন, দুবাই প্রবাসী মোঃ ওয়াহেদুজজামান, প্রাক্তন সৌদি প্রবাসী ও মেসার্স লাবীবা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী এস এম শামীম হোসেন, গ্রীন স্কেপ লিমিটেড-এর সিইও হাফিজুল ইসলাম তুষার, প্রজেক্ট ডেভলপমেন্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম সাইদুর রহমান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক (ইএনটি) ডাঃ মোঃ জুনাইদ শাকিক, সুম্মা লাইব্রেরির স্বত্বাধিকারী মোঃ সোহেল বিশ্বাস, জর্বান ফাইবার্স লিমিটেড-এর প্রজেক্ট হেড মোঃ কাওসার আলী মোল্যা, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ’র শিক্ষক অমল কৃষ্ণ বড়াল, খালিশপুরের বিশিষ্ট পাট ব্যবসায়ী মোঃ বজলুর রহমান, মিসেস শাহীমা পারভীন, মিসেস মনিরা খানম প্রমুখ।
উক্ত অনুষ্ঠনে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুনিরুজ্জামান ও হাফেজ মাওলানা মোস্তফা কামাল । জমিজমা ডট কম প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর প্রবাসী প্রকৌশলি মঈনুল ইসলাম বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান। আমরা সাধারণ মানুষদের সামর্থের মধ্যে সবোর্চ্চ গুনগত মানের আবাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। ইতোমধ্যেই প্রকল্পগুলো প্রবাসী ও দেশের মানুষের বিশেষ আস্থা অর্জন করেছে। সংগঠনটি আগামীতে প্রবাসীদের স্বার্থে প্রবাসীদের উদ্দোগে দেশের বিভিন্ন জেলায় আরো কয়েকটি প্রকল্প নেয়ার ইচ্ছা প্রকাশ করে যার মধ্যে থাকবে ১০ তালা বিশষ্ট ৬০টি স্টুডিও ফ্ল্যাটসহ বয়স্কদের জন্য আধুনিক কেয়ার সেন্টার।