আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা       আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ    
 


খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে মলি­ক সুধাংশু সভাপতি, তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক

খুলনা চিত্র ডেস্ক: খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে মলি­ক সুধাংশু (তারা টিভি, ইন্ডিয়া) সভাপতি এবং তরিকুল ইসলাম (এখন টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের বিপরীতে অন্য কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন প্রতিটি পদের প্রার্থীকে বুধবার নির্বাচিত ঘোষণা করেন।

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এএইচএম শামিমুজ্জামান (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস (যমুনা টেলিভিশন), যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সময় টেলিভিশন), নির্বাহী সদস্য মুহাম্মদ আবু তৈয়ব (এনটিভি), পলাশ ঢালী (এটিএন নিউজ), ইয়াসিন আরাফাত রুমি (দ্বীপ্ত টিভি) ও নূর ইসলাম রকি (দেশ টিভি)।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান এবং সদস্য হিসেবে হাসান আহমেদ মোল্লা ও শেখ তৌহিদুল ইসলাম তুহিন দায়িত্ব পালন করেন।

নির্বাচন কশিনের চেয়ারম্যান শেখ আবু হাসান জানিয়েছেন, আগামী দুই বছর নবনির্বাচিত এই কমিটি দায়িত্ব পালন করবে।
এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দ দেশ ও জাতির স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


Top