ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা ইউনিটের (ডুয়াক) উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দুস্থদের মাঝে বিতরণের জন্য বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউজে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের হাতে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল এক হাজার পাঁচশকেজি চাল, ২০০ কেজি ডাল, ১৯৮ লিটার সোয়াবিন তেল ও ২০০ কেজি লবণ।
ত্রাণসামগ্রী হস্তান্তর করেন ডুয়াকের সহসভাপতি ও খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং কোষাধ্যক্ষ ও সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ আব্দুল করিম।
উল্লেখ্য, ডুয়াক সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই ত্রাণসমগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে।