খুলনা চিত্র ডেস্ক: দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা দেশের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘খুলনা গেজেট’ পঞ্চম বর্ষে পা রাখল আজ।
‘খুলনা গেজেট’ অনলাইন পোর্টালের প্রতিযোগিতার মধ্যে থেকেও সংবাদ ও সাংবাদিকতায় নতুন ধারা সৃষ্টি করেছে। দেশ ও জাতির যাপিত জীবন এবং পাঠকদের চিন্তা চেতনায় কিছুটা হলেও পরিবর্তন এনেছে।
খুলনা গেজেট পাঠকের আস্থার গণমাধ্যম এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনে সর্বদা কাজ করছে। সংবাদ প্রচারে সামাজিক দায়বদ্ধতা-নৈতিকতা চেতনার বাতিঘর হয়ে কাজ করছে খুলনা গেজেট।
সংকটময় মুহুর্তের মধ্যেও খুলনা গেজেট এগিয়ে চলেছে নিজস্ব গতিতে। খুলনা গেজেট তাদের এই ধারা সর্বদা অব্যাহত রাখবে সেই প্রত্যাশায় শুভ কামনা রইল।