খুলনা চিত্র ডেস্ক: উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে খুলনা কর আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর বয়রাস্থ খুলনা কর আইনজীবী সমিতি কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশন ও খুলনা সিটি ‘ল’ কলেজের অধ্যক্ষ এড. এম এ আউয়াল রাজ।
নির্বাচন কমিশনের সূত্র জানায়, খুলনা কর আইনজীবী সমিতির নির্বাচনে ৪৯১ জন ভোটারের মধ্যে ৪২৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৪টি পদের বিপরীতে ২৮জন প্রতিদ্ব›িদ্বতা করেন। এ নির্বাচনে সভাপতি পদে ২১৩ ভোট পেয়ে এড. খান মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে ২৩৫ ভোট পেয়ে এড. মোঃ আওরঙ্গজেব, সহ-সভাপতি পদে এড. মুজিবর রহমান, এড. মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে এসএমজি নেওয়াজ, সম্পাদক পাঠাগার এড. মোঃ মনিরুল ইসলাম বাবু, সম্পাদক ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য পদে এড. গণেশ চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ পদে এম এম শাহীনুর, কার্যকরী সদস্য পদে যথাক্রমে এড. মোঃ আমিনুর রহমান, এড. এবিএম মোস্তফা জামান, এড. মোঃ নজরুল ইসলাম হাওলাদার, এড. মোঃ সাঈদ আহম্মদ, এড. মোলা হাবিবুর রহমান ও এড. শারমীন আক্তার লাকী নির্বাচিত হয়েছেন।