খুলনায় ২৪ ঘন্টায় ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২০

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পুলিশ দু’লিটার বাংলা মদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯৯০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মিডিয়া ও পিআর কানাই লাল সরকার বলেন, গ্রেফতারকৃতরা হলেন, মোঃ এরাদত ব্যাপারী (২৫), ফারুক বিশ্বাস (৩৫), মোঃ ইলিয়াছ মিয়া (৩০), মোঃ জাহিদুল ইসলাম (৪০), মোঃ রিপন(৩৭) এবং মোঃ মইনুল ইসলাম মঈন(৪৭)। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পাঁচটি মাদক মামলা রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ঠ আরও খবর