খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০

খুলনার নগরীতে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, আজ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় সদর থানাধীন শের ই বাংলা রোড এলাকায় নোংরা, দুর্গন্ধময় পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে জমজম মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা ও নিরালা মোড়ে ছালছাবিল মিষ্টি ঘরকে ঘি এর বোতলে মেয়াদ, মূল্য, ওজন উল্লেখ না করায় ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এছাড়া ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান তদারকি করে সঠিক দামে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় না করা, ক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা যথাযথভাবে প্রর্দশন করাসহ সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করা হয়। সহযোগিতা করেন সদর থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

সংশ্লিষ্ঠ আরও খবর