যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড-এর সহযোগিতায়, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর সার্বিক তত্ত্বাবধানে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা খুলনা মুক্তি সেবা সংস্থা (কগঝঝ) ব্যবস্থাপনায় “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” প্রকল্পের পক্ষ থেকে খুলনা বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিকট সরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাসমুহের জন্য করোনা সংক্রমন প্রতিরোধ সামগ্রী ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। প্রকল্পের বাস্তবায়নকারি প্রতিষ্ঠান খুলনা মুক্তি সেবা সংস্থা (কগঝঝ) এর ব্যবস্থাপনায় খুলনা জেলার দাকোপ, সাতক্ষীরা পৌরসভা ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হেলথ্ কমপ্লেক্স এবং এফডব্লিউসিসহ সব ধরনের সরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাসমূহের পেশাদারদের জন্য ২২ ধরণের ১২,৭৪৯ সংখ্যক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সার্বিক নির্দেশনায় দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
উক্ত ভার্চুয়াল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর খুলনা বিভাগের সম্মানিত যুগ্ম-সচিব ও বিভাগীয় পরিচালক মোঃ হাবিবুল হক খান। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকগণ। পাশাপাশি আরো উপস্থিত ছিলেন, ইউকে এইড-এর প্রতিনিধি ডিএফআইডি’র হেলথ এ্যাডভাইজার ডা. শফিকুল ইসলাম, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর ইন্টারিম কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান, ইএইচডি প্রকল্পের কনসোর্টিয়াম পরিচালক সুমন সেনগুপ্ত সহ প্রকল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি মোঃ হাবিবুল হক খান, ইউকে এইড, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং কেএমএসএস-কে এই করোনা মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন “বৈশ্বিক করোনা মহামারীর এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাসমূহের এই অংশীদারত্বমূলক উদ্যোগ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।” অনুষ্ঠানের বিশেষ অতিথি খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকগণ বলেন, “এই সকল উপকরণ স্বাস্থ্যসেবা পেশাজীবীদেরকে সাহস ও আতœবিশ্বাসের সাথে তাদের মহান দায়িত্ব পালন চালিয়ে যেতে সহায়তা করবে। পরিশেষে এই এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীই এই উদ্যোগের চুড়ান্ত সুবিধাভোগী হবে।” তারা সকলেই ইএইচডি প্রকল্পের জন্য শুভ কামনা এবং ভবিষ্যতে যে কোন প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করে।
ইএইচডি প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা কেএমএসএস নির্ধারিত ৩টি উপজেলার ইউএনও এবং সিভিল সার্জন অফিসের সাথে সমন্বয় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স/এফডব্লিউসি এর ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় ইত্যাদি স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশ্জাীবীদের জন্য সর্বমোট ৪০০০ টি সার্জিকাল মাস্ক, ৫৯৪০ সার্জিকাল গ্লাভস্, ৬০০ টি কভারঅল, ২০০ টি এফএফপি ২ মাস্ক, ২০০ টি ফেসশিল্ড, ৪৬ টি ইনফ্রারেড থার্মোমিটার, ১৭৩৪ টি আইপিসি ও ২৯ টি হ্যান্ডওয়াশিং স্টেশন বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) এর নিকট হস্তান্তর করা হয়।
উক্ত হস্তান্তর অনুষ্ঠানে খুলনা মুক্তি সেবা সংস্থা (কগঝঝ)-এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু বলেন, “কেএমএসএস এর এই কাজে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর খুলনা বিভাগের সম্মানিত কর্মকর্তারা যে ভাবে সহায়তা প্রদান করেছেন, সে জন্য তিনি তাদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন” একই সাথে তিনি দাতা সংস্থা ইউকে এইড এর প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন দাতা সংস্থার সহযোগীতা ছাড়া এতবড় একটা কাজ কেএমএসএস এর একার পক্ষে করা দূরহ ছিল।
অনুষ্ঠানে ইউকে এইড-এর প্রতিনিধি ডা. শফিকুল ইসলাম বলেন, “ইউকে এইড-এর লক্ষ্য ও উদ্দেশ্য হল বাংলাদেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এর সমাধানে বাংলাদেশকে সহায়তা প্রদান নিশ্চিত করা। এই মহামারীর দুঃসময়ে উপকূলবর্তী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য সরকারের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”
অনুষ্ঠানে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর ইন্টারিম কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান বলেন, “দেশের এই সংকটময় সময়ে স্বাস্থ্য ব্যবস্থায় এই জরুরী সহায়তা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি এই উদ্যোগ কোভিড-১৯ এর কার্যক্রমে সহায়তার পাশাপাশি এটিও নিশ্চিত করবে যে স্বাস্থ্যসেবা প্রদানকারীরা অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা প্রদানের সময় সুরক্ষিত থাকবে।” সমগ্র ভার্চুয়াল হস্তান্তর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেএমএসএস এর প্রোগ্রাম ডাইরেক্টর জনাব মো: নাসিমুল হক রনি।
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় প্রস্তুতি ও সহায়তা পরিকল্পনা (এনপিআরপি) কে সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশে সরকার কতৃক গঠিত স্থানীয় কোভিড-১৯ মহামারী মোকাবেলা কমিটির সাথে সমন্বয় করে ইএইচডি প্রকল্প খুলনা জেলার আওতাধীন খুলনা সিটি কর্পোরেশন ও সকল উপজেলায় সন্দেহভাজন করোনা রুগীদের নমুনা সংগ্রহ এবং নমুনা পরিবহণ এর জন্য মাসিক ২২,০০০/- টাকা বেতন প্রদান সাপেক্ষে ২৮ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) নিয়োগ প্রদান করেছে ও একটি সার্বক্ষণিক ভাড়ায় চালিত মাইক্রোবাস প্রদান করেছে যা বিগত ২৪/০৫/২০২০ ইং তারিখ থেকে ৩০/০৯/২০২০ ইং পর্যন্ত বলবদ থাকবে। এছাড়াও খুলনা জেলার দাকোপ, সাতক্ষীরা পৌরসভা ও বাগেরহাট মোড়লগঞ্জে অনলাইন ডাক্তার ভিডিও কল বুথ স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
উল্লেখ্য যে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে যুক্তরাজ্যের দাতা সংস্থা ইউকে এইড এর সহযোগিতায় খুলনা মুক্তি সেবা সংস্থা (কগঝঝ) খুলনা বিভাগের ৩টি জেলার ৭টি উপজেলায় এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে।