খুলনা চিত্র ডেস্ক: খুলনা নগরীর আলোচিত বিহারী রানাকে (৩৬) ও মো. ইমন (২৩) হত্যার সঙ্গে জড়িত আসামি মহানগরের গোয়েন্দা বিভাগের একটি টিম ফরিদ গাজীকে (৩২) গ্রেফতার করেছে। গোয়েন্দা বিভাগের একটি টিম মঙ্গলবার (০২ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফরিদ গাজীকে সোনাডাঙ্গার শেখপাড়া মেইন রোড এর মো. ফারুক গাজী ছেলে ।
পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জানুয়ারি সন্ধ্যায় সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানাকে (৩৬) গুলি করে হত্যা করা হয়। এ সময় তার বন্ধু মো. জাহিদ হাসান পলাশও (৩৬) গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় বিহারী রানার স্ত্রী হাবিবা খাতুন (৩০) বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানার মামলা দায়ের করেন।
এছাড়া ২০২৩ সালের ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় সোনাডাঙ্গার গোবরচাকার গাবতলা মোড়ের মোহাম্মদ খার বাড়ীর সামনে মো. ইমনকে (২৩) গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো.সানোয়ার হোসেন (৪৩) বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানার মামলা দায়ের করেন।