খুলনায় বাপ্পী হত্যা মামলার ১০ আসামীর আত্মসমর্পন

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২০

নগরীর খালিশপুরে গণপিটুনিতে নিহত একাধিক মামলার আসামী বাপ্পি হত্যা মামলার ১০ আসামী গতকাল রোববার খালিশপুর থানায় আত্মসমর্পন করেছে। তবে কেএমপির মিডিয়া সেল বলছে বাপ্পি হত্যা মামলার ১০ আসামীকে গতকাল বিআইডিসি রোড থেকে গ্রেফতার করা হয়।

ওই ১০ আসামী হলেন, মোঃ সুজন(২৬), মোঃ পলাশ(২৪), মোঃ সুমন(৩০), শাহিন(৩৫), ফারমান(২৪), সেলিম(২৬), মঈন(২৫), নওশাদ(২৫), ছেদি(২৩) এবং ইরফান(২০)। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হয়।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মিডিয়া ও পিআর কানাই লাল সরকার বলেন, খালিশপুর থানা পুলিশের অভিযানে উক্ত আসামীদের গ্রেফতার করা হয়। তারা খালিশপুর থানার ১৮ জুনের ৩ নম্বর মামলার এজাহারনামীয় আসামী।

সংশ্লিষ্ঠ আরও খবর