খুলনায় ফেসবুক কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২০

ফেসবুক কুরআন প্রতিযোগীতার ৫ম পর্বের ও রমাদান কুইজ’২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা ক্বারী মাহদী হাসান কাওসারীর পরিচালনায় আজ সোমবার জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।

এসময়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, পবিত্র কুরআন একটি পুর্ণাঙ্গ জীবন বিধান। এরমধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন চলার ক্ষেত্রে সবকিছুর সঠিক ব্যাখ্যা প্রদান করা হয়েছে যা মানলে আমাদের জন্যই কল্যাণ। বর্তমান সরকার ইসলামবান্ধব সরকার এ সরকার ইসলামের জন্য অনেক কিছু করছে। অতএব আমরা মুসলিম হিসেবে কুরআন আমাদের মানতে হবে। তিনি যুব সমাজের মাঝে সঠিক ইসলাম প্রচারের দিক নির্দেশনা দিয়ে বলেন, ফেসবুক কুরআন প্রতিযোগিতা যতদিন তাদের এ মহতী কার্যক্রম পরিচালনা করবে ততদিন খুলনা জেলা প্রশাসন সর্বাত্বক সহযোগিতা অব্যহত রাখবে।

অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর ও মহাসচিব মাওলানা ক্বারী মাহদি হাসান কাওসারী খুলনা জেলা প্রশাসককে গিফট উপহার দেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী তুলে দেন।

এ প্রতিযোগীতার ৫ম পর্বে প্রথম স্থান অধিকার করেছেন ঢাকার ডাঃ কামরুন নাহার রুনা (এমবিবিএস), দ্বিতীয় স্থান একেএম সাইফুদ্দিন মামুন (ঢাকা), তৃতীয় স্থান অধিকার করেন মাওলানা মোঃ ইউসুফ আজম (সৌদী আরব)। এছাড়া চতুর্থ স্থান মুনতাজার আহমেদ (নোয়াখালি), ৫ম স্থান দ্বীন মোহাম্মদ আইমান (চট্রগ্রাম), ৬ষ্ঠ স্থান আম্মার ইবনে হোসাইন (যশোর), ৭ম স্থান জান্নাতি বিনতে হাই (বরিশাল), ৮ম মারজানা খাতুন (ঝিনাইদাহ), ৯ম মোঃ আরমান শিকদার (টাঙ্গাইল), ১০ম মোমেনা ইসলাম মায়া (ঢাকা)।

এছাড়া আরও যারা বিজয়ী হয়েছে জেসমিন নাহার জেবু, মুমতাহিনা মেঘলা, কামরুন নাহার আকন্দ, তাইয়েবা আক্তার, মমতা ইসলাম, মোঃ শিরাজুল ইসলাম, জেসমিন আক্তার, এইচএম আবূ হূরাইরাহ সিকদার, মোঃ তৌফিকুর রহমান, মোঃ তৌহিদুল ইসলাম, মাহবুবুল আলম শরীফ, নাজমা আক্তার দেশ, শাবনাম জেরিন, মোঃ এনামুল হক, রহিমা খতুন, ইসলামুল হক, সানজিদা বিনতে সিদ্দিক, তাজকিয়া মেঘলা, শারমিন আক্তার, মোঃ আব্দুল্যাহ, স্বপ্নের জীবন, মোসলেমা আক্তার, শেখ রাসেল, হেলাল উদ্দিন, খন্দকার পারভেজ, আহমদ শিহাব, সোনিয়া আকতার, মোঃ কারিমুল ইসলাম ফাহিম, তোহা সরকার, শহীদ সিদ্দিক, মুনতাসির মামুন, আবু সাইদ, মোঃ শরিফুল ইসলাম, খাদিজা আক্তার, ফ্লাগরেঞ্জ ফ্লোরা, হালিমা সাদিয়া, শেখ শোয়েব আক্তার, আয়েশা সিদ্দিকা, এমএম সাঈদ আব্দুল্লাহ, তহমিনা/শাফলা ফুল, মোঃ আব্দুর রহিম ও শারাবান ত্বহুরা। প্রায় ৫০জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারে ভুষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মোনাওয়ার হুসাইন মাদানী। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া। অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা আবু বকর সিদ্দীক আদ্দাই ও খুলনা সম্মিলিত ওলামা পরিষদের আহবায়ক মাওলানা ইব্রাহীম ফযজুল্লাহ।

সংশ্লিষ্ঠ আরও খবর