গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত পুষ্টি চাহিদা পূরণ এবং গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধির লক্ষ্যে বাড়তি পুষ্টির নিশ্চয়তায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম সোশ্যাল মার্কেটিং কোম্পানির নতুন পণ্য ফুলকেয়ার। বিভিন্ন প্রকার ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এ ট্যাবলেট বা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টটির দাম তুলনামূলক বেশ সস্তা হওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেও রয়েছে, যা কিনা বর্তমান বাজার বিবেচনায় অত্যন্ত সাশ্রয়ী। সোমবার খুলনায় আয়োজিত ‘ফুলকেয়ার আ মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস (এমএমএস)’ শীর্ষক এক সেমিনারে এমন মতামত ব্যক্ত করেন খুলনার প্রখ্যাত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ।
সোমবার দুপুর ১টায় অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জ্যেষ্ঠ প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ রওশন আরা বেগম বলেন, ‘আমাদের দেশে গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর পুষ্টি নিয়ে এখনও নানাবিধ জটিলতা বিদ্যমান। জন্মের পর একটি শিশুর পরিপূর্ণভাবে বেড়ে ওঠা নির্ভর করে গর্ভাবস্থায় তার মা কোন ধরনের পুষ্টিকর খাবার গ্রহণ করছেন, তার ওপর। ফলে গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টিমানসমৃদ্ধ খাবার গ্রহণের বিকল্প নেই। আর এক্ষেত্রে আমি মনে করি এসএমসি’র ফুলকেয়ার মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টটি খুব কার্যকর।’
সেমিনারে অবসটেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, খুলনার সভাপতি ডাঃ জান্নাতুল ফেরদৌস জেসমিন বলেন, ‘গর্ভাবস্থায় একজন মাকে ও তার গর্ভস্থ শিশুর পুষ্টি চাহিদা পূরণে তুলনামূলক বেশি পুষ্টিকর খাবারের প্রয়োজন। এর মধ্যে রয়েছে মাছ, মাংস, দুধ, ডিম, দুধ ও কলিজার মতো খাবার। দেখা যায়, অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের মায়েরা এ খাবারগুলো কিনে খেতে পারে না। এক্ষেত্রে ফুলকেয়ার ট্যাবলেটটি নিঃসন্দেহে তাদের জন্য কার্যকরী ভ‚মিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি, যা কিনা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত।’
অবসটেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, খুলনার সাধারণ সম্পাদক ডাঃ কে পি দাস বলেন, ‘আমরা বরাবরই দেখে এসেছি, এসএমসি সব সময় এমন ভাবে পণ্য তৈরি করে, যা দিন শেষে সাধারণ মানুষের কাছে আশির্বাদ হয়ে ধরা দেয়। এসএমসি’র পণ্য একই সঙ্গে যেমন শরীরের জন্য নিরাপদ ও কার্যকর তেমনি ভাবে সাধারণ মানুষেরও ক্রয় ক্ষমতার মধ্যে। ফলে দুই দিক থেকেই প্রতিষ্ঠানটি জনকল্যাণকর ভ‚মিকা পালন করছে। আশা করছি, এসএমসির নতুন পণ্য ফুলকেয়ারও সেভাবে ভ‚মিকা রাখবে।’
সেমিনারে ‘মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস (এমএমএস)’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সানজিদা হুদা সুইটি।
প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সেমিনারটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসটেট্রিক্যাল ও গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, খুলনার প্রাক্তন সভাপতি অধ্যক্ষ ডাঃ আফরোজা খানম, ডাঃ মিসেস ডালিয়া আক্তার, প্রধান, অবস্ ও গাইনি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ।সেমিনারে সোশ্যাল মার্কেটিং কোম্পানির পক্ষে বক্তব্য প্রদান করেন এমএমএস প্রজেক্টের টিম লিডার এ এস এম শহিদুল আলম। সেমিনারে সোশ্যাল মার্কেটিং কোম্পানির পক্ষে অন্যানের উপস্থিত ছিলেন ডাঃ মুশাররাত জাহান, ম্যানেজার, (এমএমএস), মোঃ শাহীন আহসান, সেলস ম্যানেজার, খুলনা এরিয়া অফিস ও আমিনুল ইসলাম, ডেপুটি ফিল্ড প্রোগ্রাম ম্যানেজার, ফিল্ড অপারেশন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মোঃ সাজ্জাদ হোসেন মোলা, সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ।