• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় তিন মামলায় গ্রেপ্তার শতাধিক

desk
প্রকাশিত জুলাই ২৭, ২০২৪, ১৪:৪৩ অপরাহ্ণ
খুলনায় তিন মামলায় গ্রেপ্তার শতাধিক

খুলনা চিত্র ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনে খুলনায় কোনো সংহিসতার ঘটনা বা ভাঙচুর না হলেও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) তিনটি মামলা করেছে। এসব মামলায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে

আজ শনিবার (২৭ জুলাই) কেএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনায় তিনটি নাশকতার মামলা হয়েছে। এসব মামলায় কোটা আন্দোলনের নেতা আল-আমিনসহ অনেকের নাম রয়েছে।

এদিকে, খুলনায় আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পযর্ন্ত কারফিউ শিথিল করা হয়েছে। কারফিউ শিথিল করা হলেও ছুটির দিন থাকায় যানবাহন চলাচল পুরাপুরি স্বাভাবিক হয়নি। দূরপাল্লার বাস চলাচল করলেও যাত্রী সংখ্যা অনেক কম।

তবে খুলনা রেলস্টেশন থেকে এখনও রেল সার্ভিস চালু হয়নি। ফলে ফাঁকা রয়েছে রেলস্টেশন এলাকা।