খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ১২৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ১১৬ জনই খুলনা জেলা ও মহানগরীর। এছাড়াও পিরোজপুরে ও বাগেরহাটে ২ জন এবং ১ জন করে করোনা শনাক্ত হয়েছে নওগা, সাতক্ষীরা ও গোপালগঞ্জে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, মঙ্গলবার খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনায় করোনা পজেটিভ রিপোর্ট এসেছে ১২৩ জনের। যার খুলনারই পজেটিভ ১১৬টি। এরমধ্যে ৫ জন ফলোআপ রিপোর্ট পুনরায় করোনা পজেটিভ ধরা পড়েছে। মঙ্গলবার খুলনার নমুনা ছিলো ২৭১টি।
তিনি আরও জানান, খুলনা ছাড়াও ২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে পিরোজপুরে ও বাগেরহাটে। আর একজন শনাক্ত হয়েছে নওগা, সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলায়।
মঙ্গলবার নতুন করে আক্রান্তদের নিয়ে খুলনায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০০৬ জনে। গতকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছিল ১৮৯৫ জন। আর সোমবার পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের এবং সুস্থ্য হয়েছেন ২৬৬ জন। সূত্র: খুলনা জেলা প্রশাসন
উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।