খুলনায় করোনা উপসর্গ নিয়ে শিশুসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক শিশিসহ ২ জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন, নগরীর খানজাহান আলী রোডে মাকসুদ আলম (৫৫) এবং যশোর জেলার মণিরামপুর উপজেলার উলা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ৫ মাস বয়সী ছেলে মুস্তাকিন।

করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মো. মিজানুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে মাকসুদ আলম গত ২১ জুন দুপুরে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় মারা গেছেন।

এছাড়া জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৫ মাস বয়সী মুস্তাকিনকে রোববার বিকেল ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সংশ্লিষ্ঠ আরও খবর