খুলনায় করোনা আক্রান্তের নতুন রেকর্ড, একদিনে শনাক্ত ১৫৬

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২০

খুলনায় করোনা সংক্রমন পূর্বের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। আজ বুধবার দেয়া তথ্যমতে ২৪ ঘন্টায় খুলনায় নতুন করে ১৫৬ জনের করোনা সনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৬২ জনের সুস্থ হয়েছে ১৩৪ জন।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, নগরীর দৌলতপুর থানার পাবলা কবীর বটতলা এলাকার করোনা রোগী নেসার উদ্দিন (৫৬) কে গত ২০ জুন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

নগরীর টুটপাড়া দিলখোলা রোডের ঠিকাদার মোঃ ওমর ফারুককে (৫৪) গত ২০ জুন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টায় তার মৃত্যু হয়েছে। তিনি জানান, এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাটের ডা. উপেন্দ্রনাথ (৭০) এবং বুধবার সকাল সাড়ে ৬টায় নগরীর শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২) নামে ২ জন রোগীর মৃত্যু হয়।

এদিকে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ বলেন গত ২৪ ঘন্টায় খুলনায় সর্বাধিক ৩৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। খুলনার নমুনা সংগ্রহ ছিল ৩৫০টি, পজিটিভ রিপোর্ট এসেছে ১৭২টি, তার মধ্যে শুধুমাত্র খুলনার পজেটিভ আছে ১৫৬টি এর মধ্যে ফলোআপ রিপোর্ট আছে ৮ টি, যশোরের নতুন ১টি, ফলোআপ ২টি, এ ছাড়া বাগেরহাটের ৪টি পজেটিভ রিপোর্ট আসে। এদিকে খুলনায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১৩৬২ জন। সুস্থ্য হয়েছে ১৩৫ হাসপাতালে রয়েছেন ৫১ জন।

সংশ্লিষ্ঠ আরও খবর