খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ১০৭জন

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২০

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে গতকাল রোববার দু’জনের মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালের পরিচালক ডা: মুন্সী মো: রেজা সেকেন্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী দু’জন হলেন, নগরীর হাজী মহসীন রোডের বাসিন্দা মো: হারুন মোল্ল্যা(৫২) এবং সোনাডাঙ্গা মডেল থানাধীন সোনারবাংলা গলির আইয়ুব আলী মুন্সী(৬৭)।

হাসপাতালের পরিচালক জানান, হাজী মহসীন রোডের মো: হারুন মোল্ল্যা জ¦র ও শ^াসকষ্ট নিয়ে গতকাল বেলা সাড়ে ১১টায় করোনা সন্দেহ ওয়ার্ডে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে তার মৃত্যু হয়।

এছাড় া নগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনারবাংলা গলির আইয়ুব আলী মুন্সী জ¦র ও শ^াসকষ্ট নিয়ে দু’দিন ধরে করোনা সন্দেহ ওয়ার্ডে ভর্তি চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।

উক্ত দু’ব্যক্তির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ। তিনি বলেন, শনাক্ত হওয়া ১০৭ জনের মধ্যে ১০৪জনই খুলনার। বাকী তিনজন হলেন একজন বাগেরহাটের এবং দু’জন পিরোজপুরের।

সংশ্লিষ্ঠ আরও খবর