খুলনার পাটকল শ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ সংক্রান্ত কোনো চিঠি এখনো মিলে না আসায় খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। এছাড়া বুধবার দুপুর ২টা থেকে ঘোষিত আমরণ অনশন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এসব কর্মসূচি স্থগিত করে।

সন্ধ্যায় প্লাটিনাম জুট মিলে শ্রমিক সমাবেশ চলাকালে মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। একইভাবে অন্য আটটি পাটকলের শ্রমিক নেতারা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তারা জানান, বুধবার যথারীতি মিলের উৎপাদন কার্যক্রম চলবে।

প্লাটিনাম জুট মিল সিবিএ সভাপতি শাহানা শারমীন বলেন, মন্ত্রণালয় থেকে পাটকল বন্ধ সংক্রান্ত কোন চিঠি এখনো মিলে আসেনি। ফলে বুধবার মিল চালু হবে। এজন্য আমরা কর্মসূচি স্থগিত করেছি।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর বলেন, ঢাকা থেকে মিল বন্ধের চিঠি না আসায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ঠ আরও খবর