খুলনা চিত্র ডেস্ক: খুলনায় ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক দুই এমপিসহ ৭৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২১ আগস্ট) নগরীর ৭নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াস শেখ বাদী হয়ে খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন। তাদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
খালিশপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আশীষ মৈত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, নগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনসহ ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।