করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার দিনগত রাতে তার মৃত্যু হয়। শরিফ উদ্দিন মহানগরীর শেরে বাংলা রোডের বাসিন্দা।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ জানান, করোনা পজিটিভ নিয়ে বুধবার (৮ জুলাই) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন শরিফ উদ্দিন। দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।