খুমেক হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

ঢাকাস্থ বৃহত্তর খুলনার কয়েকজন চিকিৎসক এর পক্ষ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর চিকিৎসার জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর করা হয়। আজ ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় ডাঃ এস এম আব্দুল মালেক খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মুন্সী মোঃ রেজা সেকেন্দারের নিকট এ মেশিনটি হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাচিপ এর কেন্দ্রীয় নেতা বিএমএ’র সাধারণ সম্পাদক ও কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, ডাঃ শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির ববি, সাবেক ছাত্র নেতা শেখ মোঃ আবু হানিফ প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মুন্সী মোঃ রেজা সেকেন্দার ও কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ এর নিকট আরও একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন হস্তান্তর করেন ফাউন্ডেশনের কো-ফাউন্ডার রেজোয়ান আহম্মেদ নুর।

সংশ্লিষ্ঠ আরও খবর