স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার তালায় খলিলনগর ইউনিয়নের নাগরিক ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দীনের উদ্যোগে ২৯ রমজান সকালে আশ্রয়কেন্দ্রের ৩৮ পরিবারসহ ৭০টি পরিবারে ঈদ সহায়তা প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় উন্নয়নকর্মী তানিম গাজী, আব্দুস সাত্তার। গাজী মোমিন উদ্দীন ও প্রণব ঘোষ বাবলু সুবিধাভোগীদের হাতে উপহারের প্যাকেট তুলে দেন। একজন সুবিধাভোগী বলেন, সহায়তা প্রদান করায় আমাদের ঈদ উদযাপন অন্যবারের তুলনায় সুন্দর হবে।