কয়রা উপজেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে করোনা প্রতিরোধে করণীয় ও আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকালে কয়রার বেদকাশী কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সভায় এমপি আক্তারুজ্জামান বাবু করোনা ভাইরাস এবং এর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন এবং করোনা ভাইরাস বিষয়ে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বনের ওপরও গুরুত্বারোপ করেন। এছাড়া বেড়িবাঁধ মেরামতের বিষয়ে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, আগামী অক্টোবর/নভেম্বর মাস থেকে টেকসই ও মজবুত বেড়িবাঁধের কাজ শুরু হবে। সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, আওয়ামী লীগ নেতা ডাঃ ফজলুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লুৎফর রহমান ও সরদার মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য গনেশ চন্দ্র মন্ডল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।