শিরোনাম
খুলনার গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করেন বিএনপি নেতা বকুল লাইভে সার্টিফিকেট পোড়ানো তরুণীকে চাকরি দিলেন আইসিটি প্রতিমন্ত্রী বাজেয়াপ্তের ভয়ে রেমিট্যান্স হয়ে ফিরছে পাচারের অর্থ : শামসুজ্জামান দুদু ডেঙ্গু রোগীর সংখ্যা এবার ৫ গুণ: স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করলেন সাফজয়ী কোচ ছোটন সাতক্ষীরায় ট্রাক চালক হত্যা মামলার প্রধান আসামি হাশেম গ্রেপ্তার সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে হজ্জ যাত্রীদের সালামতি ও দোয়া অনুষ্ঠিত তুরস্কে গণতন্ত্রের জয় হয়েছে : এরদোগান তুরস্কের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অভিনন্দন বিদেশি প্রভুদের সাড়া না পেয়ে বিএনপি দিশেহারা : ওবায়দুল কাদের

কোরবানির আগে খুলনাসহ ৫ সিটি করপোরেশন নির্বাচন শেষ হবে : ইসি রাশেদা

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

আগামী ২৩ মে থেকে জুন মাসের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশনের ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। এই পাঁচ সিটির ভোট শেষ করেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে এই কমিশনার বলেন, ‘গাজীপুরে নির্বাচনের সিদ্ধান্ত হয়নি। কোরবানির ঈদের আগেই সব সিটি নির্বাচন শেষ করে দেবো। কোরবানির পরে আমাদের সংসদ নির্বাচনের জন্যই মনোনিবেশ করতে হবে। কেননা, অনেক কাজ। অনেক ধরনের বিষয় আছে। গাজীপুর আগে হবে। সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত অন্যগুলোর সময় আছে। কিন্তু আমরা অতদূর যাবো না। ২৩ মে থেকে জুনের মধ্যেই পাঁচ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কোনটা কবে হবে সেটা তফসিলে ঠিক হবে।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউকে ভোটের মাঠে দাঁড় করিয়ে, মানে আনতেই হবে এটা কিন্তু নির্বাচন কমিশনের কাজ না। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের আহ্বান করে থাকি, করতে পারি। কিন্তু তারা আসবে কি, আসবে না, আইনতেই হবে; এই বিষয়টা কিন্তু আমাদের কাজও না। এটাই হলো আসল কথা।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে বেগম রাশেদা সুলতানা বলেন, ‘সংলাপ কাজের সুবিধা জন্য হয়। এটা করার জন্য আইনে কিছু বলা নেই। এইটুকু বলতে পারি প্রয়োজন হলে নিশ্চয় আবার আমরা বসবো।’

সংশ্লিষ্ঠ আরও খবর