সাতক্ষীরায় ভারত থেকে আসার পর কোয়ারেন্টিনে থাকা দেড়শ জনের করোনাভাইরাস পরীক্ষায় ১১ জনের পজিটিভ এসেছে।
এটা ভারতীয় ধরন কিনা পরীক্ষার জন্য আইইডিসিআরে নমুনা পাঠানো হবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন হুসাইন শাফায়াত।
তিনি বলেন, দেড়শ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ শেষে পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাতে ১১ জনের ‘পজিটিভ’ প্রতিবেদন আসে।
বুধবার সকালে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
আক্রান্ত ১১ জন করোনাভাইরাসের ভারতীয় ধরনটিতে আক্রান্ত হয়েছেন কিনা তা জানার জন্য আইইডিসিআরে নমুনা পাঠানো হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।