আজ || সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  আ’লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই : আজিজুল বারী হেলাল       খুলনায় ফের বেপরোয়া কিশোর গ্যাং : খালিশপুরে গ্যাংস্টার সাহাদ বাহিনীর হামলায় আহত ৩       সাতক্ষীরায় সাবেক দুই এমপি ও এসপিসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা       ‘পেটে বাবু আছে, মাইর না’ বলেও বাঁচতে পারলেন না গৃহবধূ       ড. ইউনূসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত কি না, শুনানির নতুন তারিখ       আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম : আদালতে আনিসুল হক       পাইকগাছার ১৩ গ্রামের বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে       ৩৫২ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হচ্ছে       হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর       টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, বাড়ছে খাদ্য সংকট    
 


কেশবপুরে শিক্ষক আজাহারুল ইসলামের মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শোক

কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গাজী আজাহারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

শোক বিবৃতি প্রদানকারীরা হলেন উপজেলা নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি (অর্থ) বাসুদেব সেনগুপ্ত, সহকারী সাধারণ সম্পাদক (সাধারণ) শাহাজাহান, সহকারী সাধারণ সম্পাদক (অর্থ) আশরাফুজ্জামান-সহ সমিতির নেতৃবৃন্দ।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, গাজী আজাহারুল ইসলাম ছিলেন শিক্ষার্থী বান্ধব শিক্ষক। তাছাড়া তিনি কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অবসরের পূর্ব পর্যন্ত সুনামের সহিত সহকারী সাধারণ সম্পাদক (সাধারণ)-এর দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য দেশের অবন্থা স্বাভাবিক হলে সমিতির আয়োজনে শিক্ষক গাজী আজাহারুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।


Top