আজ || বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম :
  মৃত দাদির জন্য খাটিয়া বহনকালে ট্রাকের ধাক্কা, নাতিসহ নিহত ৩       বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ ফেরত       গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ       পরিকল্পনা বদলে শেখ হাসিনা ও তার পরিবারকে ৬টি প্লট দেয় রাজউক       পেট্রোবাংলায় তিতাসের কর্মীদের হামলা-ভাঙচুর       সরকারি বঙ্গবন্ধু কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত       ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪       ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে বাংলাদেশির মৃত্যু       ১১১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন       কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা    
 


কেশবপুরে মাছের ঘের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কেশবপুরে মাছের ঘের নিয়ে প্রতিপক্ষের ষড়যন্ত্র থেকে রেহায় পেতে কন্দর্পপুর এলাকার ঘের মালিক খালিদ হোসেন মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

প্রেসক্লাবে হলরুমে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠকালে খালিদ হোসেন বলেন, ২০১৭ সালে তিনি পাঁচ বছরের জন্য উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর এলাকার হাজরা তলার কুড়ের বিলে প্রায় ১৩০ বিঘা মাছের ঘের জমির মালিকদের কাছ থেকে হারি নেন। তিনি ওই ঘেরের জমির মালিকদের হারির টাকা পরিশোধ করাসহ সঠিক সময়ে পানি নিষ্কাশনও করেছেন।

কিন্তু কন্দর্পপুর এলাকার আবদুল লতিফ, আবুল কালাম আজাদ, আবদুল মান্নান গাজী ও রুহুল আমিন হিরন তাকে ও তার পরিবারের লোকজনের নামে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। এছাড়া মাছের ঘেরের বেড়ি কেটে দিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করাসহ তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে।

এ কারণে এলাকায় তার ও পরিবারের মানহানি হচ্ছে। তাদের হাত থেকে রেহায় পেতে ও সঠিকভাবে ঘের করার লক্ষ্যে সরজমিনে তদন্তের জন্য তিনি উপজেলা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মাসুদুর রহমান মাসুদ, জমির মালিক আব্দুর রশিদ, সোহাগ হোসেন ও লিটন গাজী।


Top