• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরে ধানের শীষ প্রতিকের কর্মী সমাবেশে প্রার্থী আবুল হোসেন আজাদ

নেতা কর্মীকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে

admin
প্রকাশিত মার্চ ১০, ২০২০, ২০:৪১ অপরাহ্ণ
কেশবপুরে ধানের শীষ প্রতিকের কর্মী সমাবেশে প্রার্থী আবুল হোসেন আজাদ

যশোর- ৬,(কেশবপুর) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ তার বক্তব্যে বলেছেন ধানের শীষ প্রতীকের প্রত্যেক নেতা কর্মীকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

কোন ভয় ভিতীকে পরোয়া করবেন না। ধানের শীষের বিজয়রে মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে হবে।  মঙ্গলবার সকালে কেশবপুর থানা বিএনপি কার্যালয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও প্যৌরসভা এলাকার ওয়ার্ড প্রতিনিধিদের  নিয়ে নির্বাচনী কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে  ও বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দিন আলার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাচন পরিনচালনা কমিটির  আহ্বায়ক  বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠণিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, কেন্দ্রীয় সংসদের সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু,  জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, ঝিকরগাছা থানা বিএনপির আহ্কবায়ক মোর্তজা ইলাহী টিপু।

আরও বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর মশিয়ার রহমান, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আনিসুর রহমান, শেখ শহিদুল ইসলাম শহীদ, মাষ্টার নিজাম উদ্দীন, রেজাউল ইসলাম, জিএম মহিউদ্দীন, ওমেদ আলী, মাহবুবুর মল্লিক রেজাউল ইসলাম গাজী , যুবদল নেতা আব্দুল হালিম অটল, জাহাঙ্গীর কবীর মিন্টু, মহিলাদলের নাজমা খাতুন, ছাত্রদল নেতা  তরিকুল ইসলাম, মেহেদী হাসান শিপন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি নেতা কর্মীকে সাধারণ ভোটারদের মাঝে পৌছাতে হবে। সাহস সঞ্চার করতে হবে।

অধ্যাপিকা নার্গিস বেগম বলেন, নির্বাচন পরিচালনায় যে যে দায়িত্বভার প্রদান করা হয়েছে সে দায়িত্ব মাথায় নিয়ে প্রত্যেককে দায়িত্ব পালনের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।  বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠণিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কোন রকম ভয় ভিতীকে তোয়াক্কা করবেন না। জেনে রাখবেন ধানের শীষের বিজচয়ের মাধ্যমে  শৃঙ্খলিত গণতন্ত্র মুক্তি পাবে।