কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে সাগরদাঁড়ী ইউনিয়নে দুঃস্থ্য, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার সকালে ইউপি চত্ত্বরে প্রধান অথিতি হিসাবে উক্ত পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ইউপি সদস্য আব্দুস সবুর, সংরক্ষিত সদস্য মনোয়ারা বেগম, জাকির হোসেন, আতিয়ার রহমান প্রমুখ।