• ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরে জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত : আটক ১

admin
প্রকাশিত জুন ৮, ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ণ
কেশবপুরে জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত : আটক ১

কেশবপুরে জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চাচা ইব্রাহিম হোসেন মোড়ল বাদি হয়ে কেশবপুর থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিরে থানা পুলিশ সোহেল হোসেন নামে একজনকে আটক করেছে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত এজাহার আলী মোড়লের ছেলে ইব্রাহিম হোসেন মোড়লের সাথে প্রতিবেশী সিদ্দিকের সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে রবিবার সকালে সিদ্দিকের নেতৃত্বে হাতে বাঁশের লাঠি, লোহার রড, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ছেলে ফারুক হোসেন, সোহেল হোসেন, রাসেল হোসেন সংঘবদ্ধ হয়ে ইব্রাহিম হোসেন মোড়লের (৪৮) উপর হামলা চালায় তার স্ত্রী সুফিয়া বেগম (৩৫) ঠেকাইতে আসলে তাকেও মারপিঠ করে আহত করে। আহতরা কেশবপুর হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার উপ পরিদর্শক মেহেদী জানান, অভিযোগের ভিত্তিরে সোহেল হোসেনকে আটক করা হয়েছে। উভয় পক্ষকে নিয়ে থানায় বসে মিমাংসার চেষ্টা চলছে।