মহামারী করোনা ভাইরাসে খাদ্য সংকটে পড়ছে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষেরা। সরকারের পাশাপাশি অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তেমনি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নিজ অর্থায়নে নগদ অর্থ পৌঁছে দিলেন কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সহ-সম্পাদক মোঃ কামরুল হাসান বারী।
মঙ্গলবার দিন ভোর মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ধারাবাহিক ভাবে ব্যক্তিগত অর্থায়নে নগদ র্অথ বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মিজানুর রহমান মিঠু, মনিরুজ্জামান টিটু সহ বিভিন্ন র্পযায়ের নেতৃবৃন্দ।
এ বিষয়ে কামরুল হাসান বারী বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। বর্তমান সময়ে গরীব, মেহেনতি মানুষের পাশে দাঁড়ানোর সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে একজন মানুষও না খেয়ে মরবে না ইনশাআল্লাহ। আমার নিজ এলাকার সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমি সর্বদাই চেষ্টা চালিয়ে যাব।
তিনি আরো বলেন, মণিরামপুরের বিভিন্ন এলাকার অসহায় শ্রমজীবী মানুষের মাঝে এই সহায়তা প্রদান অব্যাহত থাকবে।