কেএমপি’র অভিযানে দশ মাদক বিক্রেতা গ্রেফতার : মাদক উদ্ধার

খুলনার চিত্র ডেস্কঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

গত চব্বিশ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে দশ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফাতরকৃতদের কাছ থেকে চোলাই মদ, ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে দশ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলোঃ ৪নং মাছঘাট এলাকার কালু হাওলাদারের পুত্র মোঃ রাসেল (২০), গল্লামারী খোরশেদ নগরের মোজাম্মেল হাওলাদারের পুত্র মোঃ হৃদয় হাওলাদার (২২), রূপসা মিল্কি দেয়ারা এলাকার মৃত ইদ্রিস হাওলাদারের পুত্র মোঃ রুহুল আমিন (৪৮), ১১/৪ পুরাতন গল্লামারী এলাকার ফরিদ মিয়ার পুত্র মোঃ ইদ্রিস মিয়া (৪৫), দোলখোলা শীতলাবাড়ী মন্দিরের পিছনে কবরখানা রোডের বাসিন্দা মৃত আব্দুল মান্নান মোল্লার পুত্র মোঃ নুর আলম (৩৬), বরিশাল বাবুগঞ্জের মৃত আজহার খানের পুত্র মোঃ সোহেল খান (৩০), খালিশপুর কোহিনুর মোড়ের মোঃ শাহাতাব হোসেনের প্ত্রু হাসিবুল ইসলাম সৈকত (২১), দৌলতপুর চুনুর বটতলা বাউন্ডারী রোডের মৃতঃ তোজাম্বর হাওলাদারের পুত্র শাহ আলম হাওলাদার কালু (৩৮), আমিন মহল্লার মোঃ আব্দুল কাদের শিকদারের পুত্র মোঃ প্রিন্স শিকদার (১৬)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৩৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৫ গ্রাম গাঁজা এবং ২ বোতল ফেন্সিডিল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ঠ আরও খবর